ওন্দা: দুইদিন ধরে নিখোঁজ থাকা সুশান্ত ঘোষ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল সিয়ারা গ্রামের একটি খালের জল থেকে
Onda, Bankura | Oct 6, 2025 ওন্দা থানার সিয়ারা গ্রামে একটি খালের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আনুমানিক সোমবার সাত টা নাগাদ ওই মৃতদেহ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা, প্রথমে ওই ব্যাক্তি খবর দেন গ্রামবাসীদের, তারপর গ্রামবাসীরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবকের পরিচয় জানা যায়,ওই মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ , বেলিয়াতোর এলাকায় বাদকনা গ্রামে তার বাড়ি।