তুফানগঞ্জ ১: শিলঘাগরীতে ফাঁস লাগিয়ে আত্মঘাতীর চেস্টা, হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা, দেহ ময়নাতদন্তে পাঠালো তুফানগঞ্জ থানার পুলিস
বাড়ির লোকজন সোমবার দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে নিয়ে আসে তুফানগঞ্জ হাসপাতালে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর দেহটি নিজেদের হেফাজতে নেয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের নাম বিপ্লব বর্মন (১৯) । জানা গেছে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে ওই যুবকের। রবিবার সন্ধ্যায় যুবতীর ফোন পেয়ে বেরিয়ে পড়ে যুবক। আর সোমবার সকালেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।