কৃষ্ণগঞ্জ: মদ্যপ অবস্থায় পুলিশের ভয়ে বিল পারাপার করতে গিয়ে তলিয়ে গেল যুবক, আজ রাতে দেহ উদ্ধার
মদ্যপ অবস্থায় পুলিশের ভয়ে বিল পারাপার করতে গিয়ে তলিয়ে গেল যুবক, আজ রাতে দেহ উদ্ধার, গতকাল রাতে কৃষ্ণগঞ্জের পুটিখালী গ্রামের এক আমবাগানে তিন বন্ধু নেশা করছিল, সেই সময় তাদের কাছে ডাকাতির খবর আসে আর সেই আমবাগানে পুলিশ এসে পড়ায় তড়িঘড়ি পাশের একটি বিল পারাপার করতে গিয়ে বিলের জলে তলিয়ে যায় বছর ২৫ এর যুবক রানা বিশ্বাস ওরফে বাচ্চু আজ সকাল থেকে ওই বিলে সারাদিনব্যাপী বিপর্যয় মোকাবিলা দল খোঁজাখুঁজি করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি, অবশেষে আজ রাত ৮ টা নাগাদ