পাণ্ডবেশ্বরের ৪৮ নম্বর বুথে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় আবার বিতর্ক। এলাকার বাসিন্দা বিনোদ কুমার সাহার অভিযোগ, পরিবারের অজান্তেই তাঁদের পাঁচ সদস্যের এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড হয়ে গেছে। কয়েকদিন কলকাতায় থাকায় তিনি ফর্ম জমা দিতে পারেননি। বাড়ি ফিরে অনলাইনে আপলোড করতে গিয়ে দেখেন ফর্ম আগে থেকেই পূরণ। বিষয়টি নিয়ে বিএলও-র সঙ্গে যোগাযোগ করলেও কোনও পরিষ্কার জবাব মেলেনি বলে দাবি। শেষে ডিএম, এসডিও ও সিইও-র কাছে ই-মেল মারফত অভিযোগ করেন