খাতড়া: রানিবাঁধের ভুলাগাড়া গ্রামে বাঁদনা ও সহরায় পরব উপলক্ষে গরু খুঁটান ও আদিবাসী নাচ গানের অনুষ্ঠান হল
Khatra, Bankura | Oct 24, 2025 বারিকুল অঞ্চলের ভুলাগাড়া গ্রাম ষোলআনার উদ্যোগে বাঁদনা ও সহরায় পরবকে ঘিরে অনুষ্ঠিত হলো গরু ও কাড়া খুঁটান-এর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শুক্রবার গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মণ্ডল, রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুম্ভাকর, সহসভাপতি বলরাম মাঝি, যুব সভাপতি শিশির মাহাত, পঞ্চায়েত সমিতির সদস্যা সম্পা পণ্ডিতসহ এলাকার অন্যান্য নেতৃত্ববৃন্দ।