আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার শহরের যানজট মোকাবেলায় শহর জুড়ে বিশেষ অস্থায়ী ডিভাইডার লাগানো হলো ট্রাফিক পুলিশের উদ্যেগে
দুর্গাপুজোর শুরু থেকেই আলিপুরদুয়ার শহরে যানজট দেখা যাচ্ছে।সপ্তমীর দিনও শহর জুড়ে যানজট দেখা যায়।মঙ্গলবার অস্টমীর দিন শহরের বিভিন্ন রাস্তায় যানজট হবে থেকে বিশেষ অস্থায়ী ডিভাইডার লাগানো হলো ট্রাফিক পুলিশের উদ্যেগে।এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয় বেলতলা, লেচুতলা সহ জংশনের বিভিন্ন এলাকায় ওই ডিভাইডার গুলো লাগানো হয়েছে।