জামবনি: পাকা ধান কেটে ঘরে তোলার মরসুম,এই সময় হাতির প্রবেশ গদরাশোল বীট এলাকায়,সতর্কতা জারি করল বনদপ্তর
পাকা ধান কেটে ঘরে তোলার মরসুম,এই সময় হাতির প্রবেশ বনদপ্তরের সতর্কবার্তা চিন্তার শেষ নেই কৃষকদের। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ জামবনি ব্লকের গদরাশোল বীট এলাকায় সতর্কতা জারি করা হয় বনদপ্তরের পক্ষথেকে। ঝাড়গ্রাম জামবনির সীমানা দিয়ে প্রবেশ করতে চলেছে দলমার একটি পূর্ণবয়স্ক দলছুট দাঁতাল হাতি। টুলিবড়, দর্পশিলা, লালবাঁধ সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয় বনদপ্তরের পক্ষথেকে। এলাকার মানুষ জনদের রাতে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয় ।