মুরারই ১: লরি থেকে টাকা তোলার অভিযোগ তৃণমূলের মুরারই অঞ্চল সভাপতি ও তার অনুরাগীর বিরুদ্ধে, 7 জনের নামে থানায় অভিযোগ
পাথর পাথর বোঝায় লরির বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও, মুরারইয়ে তৃণমূল নেতার দাদাগিরি। গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ মুরারই অঞ্চল সভাপতি লালু শেখ ও তার অনুরাগীদের বিরুদ্ধে। লালু শেখ ও তার অনুরাগীদের বিরুদ্ধে মোট সাতজনের নামে মুরারই থানায় অভিযোগ দায়ের করলেন লরির মালিক রবি ভকত। এদিন ২৪ নভেম্বর দুপুর নাগাদ মুরারই থানায় অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।