গতকাল মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। বিজেপির সেই মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের। আজ বুধবার বিকেলে প্রায় চারটে নাগাদ শালবনী বিধানসভা এলাকায় তৃণমূলের মহা মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের আইটি সেল এর সভাপতি দেবাংশু ভট্টাচার্য। মিছিল শেষে প্রায় পাঁচটা নাগাদ সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু বিজেপি কটাক্ষ করেন।