মেমারি ১: অন্নদাতাদের সাথে বিশ্বাসঘাতকতা!!! ধান বিক্রয়কে কেন্দ্র করে উত্তেজনা মেমারিতে
এ কী কান্ড মেমারিতে? কিষান মান্ডি তে ধান বিক্রয় করতে এসে বিশ্বাসঘাতকতার সম্মুখীন অন্নদাতারা। কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি ১ কেজি বাটা নেওয়ার জায়গায় ৩ কেজি করে বাটা নেওয়া হয়েছে। সেই কারণে সোমবার দুপুর ১২-৩০ নাগাদ মেমারি দু'নম্বর ব্লকের কিষান মান্ডিতে ধান বিক্রয়কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।