ডাম্পারের সংঘর্ষে এক মোটরবাইক চালক উল্টে গিয়ে জখম হল। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল আশাপুর রাজ্য সড়কের দোসরকি এলাকায়। চাঁচল থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগিয়েছে, চাঁচল ২ ব্লকের যদুপুরের পৌঢ় বাসিন্দা তসলিমুদ্দিন চাঁচল থেকে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। আশাপুরের দিক থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয়। বাইক নিয়ে ছিটকে পড়েন তিনি। তা বাঁ বা গুরতরভাবে জখম হয়। বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।