ফালাকাটা: খাচা ভেঙ্গে পালিয়ে গেল খাঁচা বন্দি চিতাবাঘ, হইচই ফালাকাটায়
বনাঞ্চল লাগোয়া বাসিন্দারা তো নয়ই,এমনকি জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরাও মনে করতে পারছেন না যে আগে কখনও এমন ঘটনা ঘটেছে। ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন গ্রাম খাউচাঁদপাড়া, গ্রামটির চারিদিকে চা বাগান ঘেরা এবং ঘন বনে জঙ্গলে ঢাকা, তার পাশেই জলদাপাড়া অভয়ারণ্য। তাই প্রায় সেই জলদাপাড়ার জঙ্গল থেকে গ্রামে বেরিয়ে আসে চিতাবাঘ। গ্রামবাসীদের দাবি, গ্রামের সুপ্রিয়া চা বাগানে ঘাটি গেরেছে বেশ কয়েকটি চিতাবাঘ। চিতাবাঘের হানায় মাসখানেক আগে জখম হয়েছিলেন