চাপড়া: চাপড়ায় ৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন চাপড়া ব্লক কৃষি সমবায় সমিতির উদ্যোগে, উপস্থিত চাপড়া থানার IC
Chapra, Nadia | Nov 18, 2025 চাপড়ায় ৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন করা হলো চাপড়া ব্লক কৃষি সমবায় সমিতির উদ্যোগে। এই উপলক্ষে এদিন বিভিন্ন রকম অনুষ্ঠান এবং পিকনিকের আয়োজন করা হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেদা। উল্লেখ্য সমবায় সমিতির উদ্যোগে ১৪ থেকে ২০ নভেম্বর বিভিন্ন এলাকাতে সমবায় সপ্তাহ উদযাপন করা হচ্ছে বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে, এই কর্মসূচির অঙ্গ হিসেবে চাপড়াতে ৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন করা হয়।