ভগবানগোলা ২: রানিতলা থানা পুলিশের অভিনব সাফল্য — মাটি মাফিয়াদের দাপট ভেঙে দিলেন ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ!
ছয় ট্রাক্টর বাজেয়াপ্ত, দুই অভিযুক্ত আদালতে** রানিতলা: রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ মহাশয়ের নেতৃত্বে আজ ভোররাতে ঘটল এক দৃষ্টান্তমূলক অভিযান। সমাজের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করতে নিরলসভাবে কাজ করা এই পুলিশ অফিসার ফের প্রমাণ করলেন — অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের চোখ এড়িয়ে শেষ পর্যন্ত কেউই বাঁচতে পারে না। সূত্রের খবর, বহুদিন ধরে ইসলামপুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামে চলছিল অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে করে বিক্রির চোরাচালান। স্থান