মুরারই ২: রুদ্রনগর কোনাই পাড়ার দুর্গাপুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করা হল
আজ ২৮ সেপ্টেম্বর রবিবার আনুমানিক বিকেল নাগাদ। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত রুদ্রনগর অঞ্চলের। রুদ্রনগর কোনাই পাড়ার দুর্গাপুজো এ বছর প্রথম। আর মহা ষষ্ঠীর দিনে রুদ্রনগর কোনাই পাড়ার দুর্গাপুজো মন্ডপের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন। রুদ্রনগর অঞ্চলের প্রাক্তন প্রধান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য শিবোপ্রসাদ ব্যানার্জী, সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী রা, ও বিশিষ্ট জনেরা এছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা।