নলহাটি ২: ভদ্রপুর গ্রামে মা দূর্গার মহাধুমধাম করে বিসর্জনের বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়
বিকেল থেকেই নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর সহ আরো অনান্য গ্রামে মা দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়।মহা ধুমধাম করে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহযোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন এলাকাবাসীরা।এই বর্নাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভীড় জমান গ্রামবাসীরা।শোভাযাত্রা অপ্রিতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স।শোভাযাত্রা শেষে স্থানীয় পুকুরে বিসর্জন দেওয়া হয়।