কালচিনি: শুট আউট ঘটনায় মৃত সুভাষ কুজুরের স্ত্রী মঙ্গলবার কালচিনি থানায় লিখিত অভিযোগ করল
শুট আউট ঘটনায় মৃত সুভাষ কুজুরের স্ত্রী মঙ্গলবার কালচিনি থানায় লিখিত অভিযোগ করল। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মৃতের স্ত্রী আরুতি কুজুর জানান মোট সাত জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে সবাই তার নিকট আত্মীয়। এই বিষয়ে উল্লেখ্য গতকাল কালচিনি পোরো এলাকায় জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কালচিনি বাসিন্দা সুভাষ কুজুরের। জমি বিবাদ কে কেন্দ্র করে তার নিকট আত্মীয়রা তাকে হত্যা করেছে বলে অভিযোগ সুভাষের স্ত্রীর।