দিনহাটা ১: কোচবিহারে ১ মহিলা আইনজীবী ও শিশু সহ বেশ কয়েকজনকে লাঠিচার্জ করার অভিযোগ SP র বিরুদ্ধে , দিনহাটায় প্রতিক্রিয়া উদয়ন গুহ
কোচবিহারে এক মহিলা আইনজীবী ও শিশু সহ বেশ কয়েকজন কে লাঠিচার্জ করার অভিযোগ SP র বিরুদ্ধে , দিনহাটায় প্রতিক্রিয়া উদয়ন গুহর। বুধবার বিকেল ৪ টা নাগাদ দিনহাটা শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত কালীপুজোর রাতে কোচবিহারের রেল ঘুমটি এলাকায় এক আইনজীবী সহ শিশু ও বেশ কয়েকজন কে মারধরের অভিযোগ ওঠে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে