পটাশপুর ২: পাড়ার ক্লাবের মতন বিশ্বকর্মা পুজোতে কাঁথির সাবস্টেশন সরকারি বিদ্যুৎ দপ্তরে বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ, রাজনৈতিক তর্জা
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১৩২/৩৩ কেভি সাবস্টেশনে বিশ্বকর্মা পুজোর নামে রশিদ দিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। দপ্তরের দাবি পুজোর খরচ নিজেরাই বহন করেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সাব স্টেশনের নামে ক্লাবের মতো রশিদ বিলি করে শোরুম গুলির কাছে চাঁদা তোলা হচ্ছে |এ বিষয়ে স্টেশন ম্যানেজার কে প্রশ্ন করা হলে তিনি চাঁদা তোলার বিষয়টি অস্বীকার করেন পরে জবাব দিতে না পেরে কন্ট্রোল রুমে দৌড়ে পালান |শোরুম গুলির দাবি প্রতিবছরই এভাবে চাঁদা তোলা হয় ভয়ে প্রকাশ্যে কিছু বলত