গাজোল: একটি শিশু বাচ্চা টিনের উপর পড়ে গিয়ে মাথা কেটে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়, গাজোল জামতলা গ্রাম এলাকার ঘটনা
Gazole, Maldah | Nov 11, 2025 এক শিশু বাচ্চা টিনে লেগে মাথা কেটে গিয়ে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়।এরপর পরিবারের লোকজন চোখের নজরে আসলে পরে আহত ওই শিশু বাচ্চাটিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে টিনে কেটে আহত ওই শিশু বাচ্চা টির নাম মাজাদুল আনসারী,বয়স পাঁচ বছর। বাড়ি গাজোল ব্লকের জামতলা গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে এদিন মঙ্গলবার বিকেল ৬ টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই শিশু বাচ্চাটি তার নিজের বাড়ির পাশে খেলা করতে গ