চাকদা: শিশু দিবস উপলক্ষে চাকদা জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করলো বিদ্যালয় কতৃপক্ষ
Chakdah, Nadia | Nov 14, 2025 শিশু দিবস উপলক্ষে শুক্রবার চাকদা জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করলো বিদ্যালয় কতৃপক্ষ। শুক্রবার ছিল জাতীয় শিশু দিবস। আর এই দিনটিকে পালন করতে শুক্রবার বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন চাকদা জগন্নাথপুর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি এদিন পড়ুয়াদের নিয়ে একটি রালিও আয়োজন করা হয়। আর একটা দিন একটু অন্যরকম ভাবে কাটাতে পেরে এদিন খুশি পড়ুয়ারাও।