খোয়াই: হঠাৎ বৃষ্টিতে কোহিনুর কমপ্লেক্স সংলগ্ন সুভাষ পার্ক বাজারের রাস্তায় জমলো জল!
Khowai, Khowai | Oct 6, 2025 হঠাৎ বৃষ্টিতে কোহিনুর কমপ্লেক্স সংলগ্ন সুভাষ পার্ক বাজারের রাস্তায় জমলো জল! এরকমই কিছু দৃশ্য উঠে আসলো সোশ্যাল মিডিয়ায় যাতে পরিষ্কার দেখা যাচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতার সকলেই অসুবিধার সম্মুখীন হচ্ছে এই জল জমার ফলে। এরকমই দৃশ্য উঠে আসে দুপুর সাড়ে বারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, লক্ষ্মী পূজার বাজার এখনো চলছে।