পূর্বস্থলী ১: পাঁচরোকীতে নির্বাচনী লিস্টে BJP-র BLA-র দুটি এপিক নম্বর, তৃণমূলের প্রশ্ন—‘ভোটার সংশোধনী করবে কে? ঘটনায় রাজনৈতিক তরজা
গতকাল থেকেই শুরু হয়েছে এস আই আর। BLO দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের BLA যাচ্ছেন ভোটার সংশোধনী করতে মানুষের বাড়ি বাড়ি। আর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাঁচলকি গ্রামের ১১৭ নাম্বার বুথের বিজেপির BLA গৌরাঙ্গ হালদারেরই দুটি ভোটার কার্ড! দেখা যাচ্ছে নির্বাচনী লিস্টে ৪১৪ নম্বর ও ৬৮০ পাটে নাম রয়েছে গৌরাঙ্গ হালদারের। সেখানে দেখা যাচ্ছে দুটি এপিক নাম্বারও রয়েছে তার। একই মানুষের কিভাবে দুটি ভোটার কার্ড? তিনি দুবারো ভোট দিতে পারেন।