বাঁকুড়া–পুরুলিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ও সেচ মন্ত্রী ড. মানস ভূঁইয়া শনিবার SIR কাজ পর্যালোচনায় সারেঙ্গা ও রাইপুর ব্লক পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী ড. শ্যামল সাঁতরা, জেলা সভাপতি তারাশঙ্কর রায়, বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুসহ একাধিক তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মীদের উদ্দেশে মন্ত্রীর বার্তা— কোনো ভোটার যেন বাদ না পড়ে। যেখানে কাজ ধীরগতিতে আছে, আজই ঝাঁপিয়ে পড়ে তা সম্পূর্ণ করতে হবে।