গলসি এক নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলের প্রধান ফজিলা বেগম ঢোলা আদিবাসী পাড়ায় শিশু ও বয়স্কদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মঙ্গলবার বিকেল চারটেয়। এদিন বিকেলে লোয়ারামগোপালপুর পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগম নিজ উদ্যোগে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে ঢোলা আদিবাসী পাড়ার পঞ্চাশটির অধিক শিশুদের সোয়েটার ও জ্যাকেট তুলে দেয় পাশাপাশি ৫০ জন বয়স্ক মানুষদের হাতেও শীতবস্ত্র তুলে দেন তিনি। প্রতিবছরই তিনি শীতকালে শীতবস্ত্র তুলে দেন বলে জানা গেছে।