রায়গঞ্জ: OBC তালিকায় থেজে বাদ না দেওয়ার জন্য, SIR এর নিয়ম সরুলী করন করার কর্নজোড়ায় আন্দোলনে নামলো নস্য শেখ উন্নয়ন পরিষদ
OBC তালিকা থেকে নাম বাদ না দেওয়ার জন্য, SIR এর নিয়ম সরুলী করন করার কর্নজোড়ায় আন্দোলনে নামলো নস্য শেখ উন্নয়ন পরিষদের উত্তির দিনাজপুর জেলা কমিট। শুক্রবার বিকালে সংগঠনের জেলা সম্পাদক সইফুর আলী সরকার জানান, নতুন নিয়মে নস্য শেখরা OBC সংরক্ষন পাচ্ছেন না। তাদের দাবী আগের নিয়ম বহাল রাখতে হবে। পাশাপাশি SIR এর কাজে নিয়ম সরলী করণ কররে হব্ব। এই সমস্ত বিষয় নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন জমা দেন তারা।