ধূপগুড়ি: ধুপগুড়িতে মঙ্গলবার টোটো ধমর্ঘট দুইদিনে পড়ল,ভোগান্তি যাত্রীদের
টোটো রেজিস্ট্রেশনের জন্য এত টাকা দেওয়া সম্ভব নয়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ধূপগুড়িতে দু'দিনের টোটো ধর্মঘট। শহর যানজট মুক্ত, তবে ভোগান্তি যাত্রীদের। টোটো দৌরাত্ম রুখতে, যাত্রীদের নিরাপত্তা, দুর্ঘটনা এবং অপরাধমূলক কাজে টোটো ব্যবহৃত হলে তা চিহ্নিত করার সুবিধার্থে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পরিবহন দফতর।