ভাতার: বিহার থেকে ভাতারে আসা এক পরিযায়ী শ্রমিকের অষ্টম শ্রেণীর ছাত্রী ধান জমির আলে বসে পড়া করছে, তার ইচ্ছা সে ডাক্তার হবে
বিহার থেকে আগত এক পরিযায়ী শ্রমিকের অষ্টম শ্রেণীর ছাত্রী ধান জমির আলে বসে পড়া করছে। তার ইচ্ছে জিজ্ঞেস করতেই হয় সকলে অবাক সে নাকি বড় হয়ে ডাক্তার হবে । গ্রামের মানুষের সেবা করবে। যা নিয়ে রবিবার তিনটের সময় চর্চা ভাতার ব্লক জুড়ে। নিতিকা মাড্ডি জানান সে বড় হয়ে ডাক্তার হবে। তার মা-বাবা তার ইচ্ছা পূরণ করবে বলে জানা যায়।