দিনহাটা ২: বিজয়া দশমীতে বিদায়ের বেদনা, ১০২ বছরের দুর্গোৎসবে বেদনার আবহ বামনহাট বর্মা পরিবারে
বিজয়া দশমীতে বিদায়ের বেদনা, ১০২ বছরের দুর্গোৎসবে বেদনার আবহ বর্মা পরিবারে। বৃহস্পতিবার ছিল বিজয়া দশমী, মা দুর্গাকে বিদায় জানানোর দিন। গত ২৮শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবীর আবাহন হয়েছিল, আর আজ দশমীর সঙ্গে সঙ্গে নেমেছে বিদায়ের সেই করুণ ক্ষণ। অশ্রুসিক্ত নয়নে মাকে বিদায় জানালেন বামনহাট দক্ষিণ লাউচাপড়া গ্রামের বর্মা পরিবার।এবারে তাদের দুর্গোৎসব পদার্পণ করল ১০২তম বছরে। জানা যায়, রাজ আমলের সময়ে সূচনা হয়েছিল এই পারিবারিক পূজোর, সেই সময় বামনহাট