কাকদ্বীপ: নিয়ন্ত্রণ হারিয়ে জিও গাড়ি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে আহত হয় গাড়িচালক অক্ষয় নগর এলাকার ঘটনা
নিয়ন্ত্রণ হারিয়ে জিওগাড়ি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে আহত হয় গাড়ির চালক কাকদ্বীপ অক্ষয় নগর এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই চালককে কাকদ্বীপ মহকুমা হসপিটালে ভর্তি করে চিকিৎসার জন্য ঘটনায় খবর পেয়ে পুলিশ গাড়িটিকে আটক করে।