গলসি ২: গলসি ২ নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলেই এসআই আর এর জন্য ক্যাম্প করা হয়েছে আর সেই ক্যাম্প পরিদর্শন এলেন দুই বিধায়ক
গলসি ২ নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলেই এসআই আর এর জন্য ক্যাম্প করা হয়েছে আর সেই ক্যাম্প পরিদর্শন এলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুই ও খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ। বুধবার দুপুর দুটো নাগাদ খানো অঞ্চল ও আদড়াহাটি অঞ্চলে বিধায়ক নবীনচন্দ্র বাঘ কে দেখা গেল এস আই আর ক্যাম্পে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এস আই আর ক্যাম্পে মানুষের সহযোগীতার জন্য খোলা হয়েছে। এছাড়া একদিন দুপুর দুটো নাগাদ গলসি এলাকায় বিধায়ক নেপাল ঘড়ুই উপস্থিত থাকেন