নবনিযুক্ত বিডিও মানস কুমার বাগ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ — এলাকার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলেন জেলা পরিষদের মগরেব সরকার।মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ (M-J) ব্লকের নবনিযুক্ত বিডিও (Block Development Officer) শ্রী মানস কুমার বাগ মহাশয়ের সাথে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ সৌজন্য সাক্ষাৎ করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শ্রী মগরেব সরকার।