ইন্দপুর: ভেদুয়াশোলে জলবন্দি গ্রাম, ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ বাসিন্দাদের
দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম জলবন্দি হয়ে চরম দুর্ভোগে। টানা বৃষ্টিতে সরু নিকাশি পাইপ দিয়ে জল বের হতে না পেরে গ্রামে ঢুকে পড়ে। বহুবার বড় কালভার্টের দাবি জানালেও ব্যবস্থা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা শুক্রবার সকালেই বাঁকুড়া–খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। মহিলাদের নেতৃত্বে উত্তেজনা ছড়ায়, থমকে যায় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে গেলেও স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।