তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত টিএসআর দ্বাদশ বাহিনীর হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়
অন্যান্য বছরের ন্যায় এই বছরও তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত দ্বাদশ বাহিনীর হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল দশটায় হয় বিশ্বকর্মা পূজা। পূজার শেষে জাওয়ানদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় জাওয়ানদের মধ্যে।