দাসপুর ১: দুই মুখী পদ্ম গোখরো সাপের দেখা মিলল দাসপুরে, প্রথম দেখা মিলল এই ধরণের সাপের
সাপটির নাম পদ্ম গোখরো। সাপটির দুটি মাথা রয়েছে, দুটো মাথাই সচল, অর্থাৎ দুমুখী পদ্মগোখরো। সাপটির বয়স সবেমাত্র আনুমানিক ১৫ দিন। সর্প বিশেষজ্ঞদের কথায় সারা বিশ্বে খুব কমই দেখা মেলে এই সাপের। এদিন এই সাপ দেখতেই ভিড় জমান বহু মানুষ।h