পানিসাগর: আসাম আগরতলা জাতীয় সড়কের দ্রুত সংস্কার সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে কৃষক সংগঠনের মিছিল পানিসাগর শহরে
আসাম আগরতলা জাতীয় সড়কের দ্রুত সংস্কারের ব্যবস্থা ও রাজনৈতিক ষড়যন্ত্র করে অন্তোদয়, বি পি এল ও এডহক বিপিএল রেশন কার্ড বাতিল করার প্রতিবাদে শনিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত পানিসাগর শহরে কৃষক সংগঠনের উদ্যোগে মিছিল। সংগঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস,শীতল দাস সহ অন্যান্যরা।