আলিপুরদুয়ার ১: পাচঁকোলগুড়িতে ধান খেতে এক বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য,দেহের ময়নাতদন্ত হলো জেলা হাসপাতালে
আলিপুরদুয়ার -১ ব্লকের পাচঁকোলগুড়ি আমতলায় ধান খেত থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় রবিবার। এদিন সকালে জমিতে গনেশ মোদক নামে ওই প্রবীনের দেহ পাওয়া যায়।এরপর তাকে উদ্ধার করে পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ওই প্রবীণ বাসিন্দার মৃত্যু কিভাবে হলো, আর উনি কিভাবে জমিতে গেলেন সেই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।