ওন্দা: আজ পিতৃ পক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা এই পূর্ণদিনে স্বর্গীয় পিতা মাতা উদ্দেশে তর্পণ করলেন ওন্দা বিধানসভার বিধায়ক
Onda, Bankura | Sep 21, 2025 আজ মহালয়ার পূন্যদিনে নিজের স্বর্গীয় পিতা-মাতা সহ পূর্বপুরুষ কে সরণ করে এবং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা যারা স্বর্গীয় হয়েছেন তাদের সকলকে স্মরন করে স্থানীয় একটি নদীতে তর্পণ করলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।