আজ পৌষ মাসের অমাবস্যা আর আজকের এই অমাবস্যা তিথিতে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের দ্বারবাসিনী তলায় কালীপুজোর আয়োজন করল ভক্তরা। যেখানে বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা এসে দ্বারবাসিনী কালিকে পুজো দিয়েছেন বলে জানা যায়। আজ রাতে সেই চিত্র উঠে এলো পাবলিক অ্যাপস এর ক্যামেরায়।