কোলাঘাট: কোলাঘাটে প্রশাসনের উদ্যোগে নমমী গঙ্গা প্রকল্পের সচেতনতা শিবির উপস্থিত কলাঘাটের বিডিও
কোলাঘাটে প্রশাসনের উদ্যোগে নমমী গঙ্গা প্রকল্পের সহযোগিতায় সচেতনতা কর্মসূচি পালিত হোলো গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার অনুষ্টান মঙ্গলবার। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ একটা র্যালি বের হয় তারপরে ব্লক প্রশাসন অফিসে চলে নানা অনুষ্ঠান বিকেল পাঁচটা পর্যন্ত। উপস্থিত কোলাঘাট সুরজিৎ মান্না, কোলাঘাট ব্লকের ভিডিও সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথমে একটি শোভাযাত্রা বের হয়ে রূপনারান নদী পর্যন্ত যায় সচেতন করা হয় এলাকার মানুষজনকে।