নানুর: কীর্ণাহারের ঐহিত্যবাহী কোজাগরী লক্ষ্মী পুজো কে কেন্দ্র করে ভক্তদের উপচেপড়া সমাগম
বীরভূমের কীর্ণাহারের ঐতিহ্যবাহী কোজাগরী লক্ষ্মী পূজো আজও একই রীতি ও প্রথা মেনে হয়ে আসছে এই পূজো। এই পূজো মূলত ১৫০ বছরেও বেশি পুরাতন পুজো।এক সময় এই পূজোটি পরিচালনা করতেন কীর্ণাহার এলাকার বাসিন্দারা, বর্তমানে এই পুজো ব্যবসায় সমিতির সকল ব্যবসাদার রা পরিচালনা করে আসছে। পাশাপাশি এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস ও কাহিনী। এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। এমনকি ওই প্রতিমার ঘট ভরতেও যাওয়া হয় বিশেষ শোভাযাত্রা সহকারে। লক্ষ্মী পুজোর দ।