বারাসাত ১: সালামের হাতে তৈরি দেবী দুর্গার মূর্তি, দত্তপুকুর থেকে লন্ডনে পাড়ি ,
সালামের হাতে তৈরি দেবী দুর্গার মূর্তি, দত্তপুকুর থেকে লন্ডনে পাড়ি , দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি শিল্প আর সম্প্রীতিরও এক অনন্য মেলবন্ধন। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করলেন দত্তপুকুরের শিল্পীরা। এক মুসলিম শিল্পী সালামের হাতে তৈরি দেবী দুর্গার মূর্তি পাড়ি দিচ্ছে লন্ডনে। প্রতিমাটি তৈরি হয়েছে ফাইবার দিয়ে, যা দত্তপুকুরের ফাইবার শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। বেহালার শিবরামপুরের বাসিন্দা পর্ণা দে, যাঁর মেয়ে বর্তমানে লন্ডনে থ