মহিষাদল: মহিষাদল নাটশাল উত্তর পল্লী ৭ স্টার ক্লাবে কালী পুজো সংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি দিনে উপস্থিত গ্রাম পঞ্চায়েতের প্রধান
মহিষাদল ব্লকের অন্তর্গত নাটশাল উত্তর পল্লী এলাকায় ৭ স্টার ক্লাবে কালী পুজো উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি দিনে উপস্থিত নাটশাল ১ গ্রাম পঞ্চায়েতে প্রধান শিবপ্রসাদ বেরা সহ অন্যান্যরা। বৃহস্পতিবার রাত আটটার সময় কয়েকদিন ধরে চলা সংস্কৃত অনুষ্ঠানের সমাপ্তি দিনে পুরস্কার বিতরণের স্বভা অনুষ্ঠিত হয় । সেই সভার উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা সহ অন্যান্যরা। এ বছর তাদের কালীপুজো ১৪ তম বছরের প্রদারপন করলো।