ধূপগুড়ি: ধুপগুড়ি স্টেশন মোড়ে পথ দুর্ঘটনায় আহত ২
ধুপগুড়ি স্টেশন মোড়ে পথ দুর্ঘটনায় আহত ২। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনা ঘটেছে। জানা যায় এদিন জলপাইগুড়ি থেকে ধুপগুড়ির দিকে যাচ্ছিলেন একটি স্করপিও গাড়ি এবং অপর পাশ থেকে পুজো দেখতে বেরিয়েছিলেন একই বাইকে করে ২ যুবক। এরপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় আহত হয় বাইকে থাকা দুই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা তারা এসে আহত দুজনকে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।