ওন্দা: নারী নির্যাতন ও কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপির পথসভা ওন্দার মাজডিহাতে
Onda, Bankura | Oct 18, 2025 শনিবার সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ ওন্দার মাজডিহাতে পথসভার আয়োজন করল বিজেপি। ওন্দা বিধানসভার দু’নম্বর মণ্ডলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বক্তাদের অভিযোগ, রাজ্যে ক্রমশ বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। পাশাপাশি বিজেপি নেতাকর্মীদের উপর চলছে লাগাতার অত্যাচার। তারই প্রতিবাদে এদিনের এই পথসভার আয়োজন করা হয়।