আলিপুরদুয়ার ২: বিশ্বকর্মা পূজার দিনে দুই শিক্ষককে রাঙিয়ে দিল জনতা মহাকালগুড়িতে
সংবর্ধনার জোয়ারে ভাসলো মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মনোতোষ দেবনাথ এবং মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল চেয়ারম্যান শৈলেশ রায়। এমনটাই জানা গেছে দলীয় কর্মীদের কাছ থেকে বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ। মঙ্গলবার অধিক রাতে আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা হয়েছে দলীয়ভাবে। নাম ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সবুজ অভিনন্দন জানানো হচ্ছে তাদের।