কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী কে দর্শন করতে অষ্টমীর সন্ধ্যায় উপচে পরল ভিড় দর্শনার্থীদের কৃষ্ণনগর রাজবাড়িতে
প্রসঙ্গত সারা রাজ্য জুড়ে মা দুর্গার আরাধনায় মেতেছে বাঙালিরা। মহা ধুমধাম এর সাথে কৃষ্ণনগর রাজবাড়িতে রীতিনীতি মেনে হচ্ছে রাজরাজেশ্বরীর পুজো। সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো দর্শনার্থীদের। সন্ধ্যে হতেই কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীকে দর্শন করতে অষ্টমীর সন্ধ্যায় উপচে পড়লো ভীর দর্শনার্থীদের।