আগামী জনসভার খড়্গপুরে প্রচার বাংলা পক্ষের। আগামী ১১ই জানুয়ারি বাংলা পক্ষের তরফে আয়োজিত হবে বাঙালি জন সমাবেশ। তারি প্রচার শুরু হলো খড়্গপুরে। আজ বুধবার খড়্গপুরের কৌশল্যা এলাকায় সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ আসন্ন বাঙালি জন সমাবেশের প্রচার এবং বাইরের রাজ্যে বাঙালির ওপর হেনস্তার প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়।