লাভপুর: লাভপুরের কুনিয়াড়া গ্ৰামেও আয়োজিত ১৫০বছরের প্রাচীন কার্নিভাল আজও প্রাচীন প্রথা মেনে হয়ে আসছে
লাভপুরের কুনিয়াড়া গ্ৰামের ঐতিহ্যবাহী দেড়শ বছরের প্রাচীন প্রথা মেনে হয়ে আসছে দূর্গা পুজোর কার্নিভাল। প্রাচীন প্রথা মেনে বাদ যায়নি এবারও।প্রথা ও রীতি মেনে এবার ওই গ্ৰামের মোট ৭টি ক্লাবের প্রতিমা কার্নিভালের মাধ্যমে নিরঞ্জন করা হয়।এই নিরঞ্জন যাত্রা ঘিরে ছিলো পুলিশের কড়া নিরাপত্তা।এছাড়াও স্থানীয়রা আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতে ওঠেন। তবে এর আগে কার্নিভালে যোগ দিতো মোট ৫টি পুজো কমিটির প্রতিমা এবার আরও দুটি মণ্ডপের প্রতিমা সেখানে যোগ দেওয়ায় কার্নিভাল টি।