শীতলকুচি: মহা অষ্টমীতে শীতলকুচির বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা ঘুরে দেখলেন বিধায়ক
মহা অষ্টমীতে শীতলকুচির বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা ঘুরে দেখলেন বিধায়ক । মঙ্গলবার শীতলকুচি বাজার ও গোসাইরহাট বাজার এবং শীতলকুচির অন্যান্য দুর্গা মন্ডপ ও দুর্গা প্রতিমা ঘুরে দেখলেন শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন। শীতলকুচি বাজারে বিগ বাজেটের পূজো না হলেও গোসাইরহাট বাজারে বিগ বাজেটের পুজোগুলোতে দর্শনার্থীদের ঢল ছিল উপচে পড়া। পূজা মন্ডপগুলিতে অষ্টমী থেকে নবমী পর্যন্ত প্রচুর ভিড় থাকে বলে জানা যায়।